Tazakhobor.com

news blog logo
news menu leftnews menu right

সর্বশেষ খবর

২৪ ঘন্টায় সর্বাধিক পঠিতTwiter

নগ্ন গোসলের বিশ্বরেকর্ড!! Print E-mail
Written by তাজাখবর.কম   
Thursday, 25 July 2013 13:36

সাম্প্রতিক সর্বাধিক পঠিত

একই সময়ে - একই সাথে মোট ৭২৯ জন নারী-পুরুষ সম্পূর্ণ নগ্ন হয়ে সমূদ্র সৈকতে স্নান করে এক নতুন বিশ্বরেকর্ড স্থাপন করল।

সম্প্রতি স্পেনের ভিরা সমূদ্র সৈকতে ৭২৯ জন নারী-পুরুষ এই অভিনব বিশ্বরেকর্ডটি স্থাপন করেন। তারা এর আগের  নিউজিল্যান্ডের ৫০৬ জন নারী-পুরুষ নগ্ন হয়ে গোসলের রেকর্ডটি ভাংগেন।

স্পেনের এই স্নানে অংশ নেয়া একজন বলেন, এখন স্পেনে প্রচণ্ড গরম চলছে। এখন নগ্ন থাকাই সবচেয়ে ভালো। প্রচণ্ড তাপদাহ থেকে নিজেদের ঠাণ্ডা রাখতেই এই স্নান। আমরা জন্মেছি নগ্ন অবস্থায় তাই স্নানও করছি প্রকৃতির অংশ হয়েই।

ইউরোপা প্রেস তাদের এক প্ড়টিবেদনে জানায়, এ বছর এই নগ্ন গোসলের আসরে ৬০০ জন অংশগ্রহন করবে বলে আশা করা হয়েছিল। তবে এবার তাডের আশাতীত নারী-পুরুষ অংশগ্রহন করে রেকর্ড সৃষ্টি করে।


 Tazakhobor.

Privacy Policy  Contact Us