আমরা একটি সুস্থ জাতি গঠন করতে চাই – বক্তব্য দিলেন সেনাপ্রধান

আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনা প্রধান বলেন, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে।

তিনি জানান, আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি ভবিষ্যতে দেশের বিভিন্ন বড় শহর ও জেলা পর্যায়ে এ ধরনের ম্যারাথন আয়োজন করা হবে। অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা একটি সুন্দর ম্যারাথনের আয়োজন করেছি। এতে দেশি-বিদেশি ১০ হাজারেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। এই আয়োজনের উদ্দেশ্য ছিল জয় বা পরাজয় নয়, বরং দেশ ও জাতিকে শারীরিক কার্যকলাপে উদ্বুদ্ধ করা। আজকের সাড়ায় আমরা অভিভূত।”

সেনাপ্রধান আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ম্যারাথন নিয়মিত আয়োজন করা হবে। আগামী ৩১ জানুয়ারি পরবর্তী আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা দেন।

তিনি বলেন, “মিলিটারি একাডেমিতে এখন আগের মতো পর্যাপ্ত ক্যাডেট নেই। আগে যেমন শারীরিক সুস্থতা ছিল, বর্তমানে তা দেখা যায় না। এর একটি কারণ হলো, বর্তমান তরুণ সমাজ শারীরিক কার্যকলাপে আগের তুলনায় কম সক্রিয়। খেলার মাঠ কমে গেছে এবং দৌড়ঝাঁপও কমে গেছে। খেলাধুলার সুযোগ-সুবিধাও সীমিত হয়ে পড়েছে। এ অবস্থায় তরুণদের শারীরিক কার্যকলাপে সক্রিয় করতে আমরা ম্যারাথনের মতো উদ্যোগ গ্রহণ করেছি।”

ম্যারাথনটি শনিবার ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিট সড়কে শুরু হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন।

এবারের ম্যারাথনে দেশি-বিদেশি মিলিয়ে ১০ হাজারের বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। এতে ১০টি দেশের বেশ কয়েকজন আন্তর্জাতিক দৌড়বিদও প্রতিনিধিত্ব করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *