আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে নিজের বক্তব্যের ‘অপব্যাখ্যা’র প্রতিবাদ জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রংপুরে প্রদত্ত বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি এই প্রতিবাদ প্রকাশ করেন।
ড. বদিউল আলম মজুমদার তার পোস্টে উল্লেখ করেন, ‘আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে একটি সফল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে স্থানীয় কয়েকজন সাংবাদিক ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আমার মতামত জানতে চান। আমি তাদের বলেছি যে, আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী আইন-কানুন ও বিধি সংস্কারের সুপারিশ করবে।’
তিনি আরও লেখেন, ‘আমি এ-ও বলেছি যে, ভবিষ্যতে যারা আইন-কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। দুঃখজনকভাবে, কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে সংবাদ প্রকাশ করেছে, যা অনাকাঙ্ক্ষিত।’
ড. বদিউল আলম মজুমদার এ পরিস্থিতিতে ব্যথিত ও মর্মাহত উল্লেখ করে বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুলসংখ্যক ছাত্র ও জনসাধারণের আত্মত্যাগ এবং প্রাণদানের বিনিময়ে গত ৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এই লক্ষ্য অর্জনের জন্য গত কয়েক বছর ধরে আমি বিভিন্নভাবে ভূমিকা পালন করেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা আমাকে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত করেছে।’
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘আমি মনে করি, এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
অপরদিকে, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই’—ড. বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান করেন।