আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তার মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নয়দিন ধরে চলছে গণঅবস্থান। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ছাত্রদলের দুই নেতার অনশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদসহ অন্যান্যরা।

আওয়ামী লীগ, ১৪ দল, মহাজোটসহ এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ, এসব দলের কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়করণ করে নির্যাতিতদের পুনর্বাসন, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের বিচারের মুখোমুখি করা, নব্য ফ্যাসিবাদী দল নিষিদ্ধ এবং ফ্যাসিবাদী দল নিষিদ্ধের বিধান সংবিধানে সংযোজনের দাবিতে চলা এই গণঅবস্থান কর্মসূচিতে শুক্রবার, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। এসময় জুলাই বিপ্লবের শহীদদের পরিবার, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পাঁচ দফা দাবিতে সংহতি জানান।

এসব দাবির প্রতি সংহতি জানান শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রানা তালুকদারের মা রুবী বেগম, লেখক-গবেষক জাকারিয়া পলাশ, সাংবাদিক বুরহান উদ্দিন ফয়সাল ও আজিবুল হক পার্থ, জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা, চিত্রশিল্পীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

গণবক্তৃতা, আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি, র‍্যাপ সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনে গণঅবস্থান চলছে।

আয়োজকদের মধ্যে রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *