জামায়াতের হুমকি : একুশে টিভির জিডি

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে রাজধানীর তেজগাঁও থানায় জিডি করেছে একুশে টিভি কর্তৃপক্ষ। জামায়াতের প্রচার বিভাগেন একজন কর্মচারি হুমকি দিয়েছেন এমন অভিযোগ করে নিরাপত্তা সুপারভাইজার আল আমিন শুক্রবার এ জিডিটি করেছেন।

অভিযোগে বলা হয়, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় মান্ডা গ্রিন মডেল টাউন অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান ছিলো। ওই অনুষ্ঠান কাভার করতে যান একুশে টেলিভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদার। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর সাইফুল ইসলাম মিঠু একুশে টিভির কয়েকজন সাংবাদিকের কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হুমকি বার্তা পাঠান। হুমকি বার্তায় তিনি একটি ছবি সংযুক্ত করে লেখেন, চাকরিচ্যুত করতে হবে এই ক্যামেরাম্যানকে, না হলে একুশে টিভি ভাঙচুর হবে।

এই হুমকির ঘটনায় একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপাত্তাহীনতায় আছেন।

এদিকে নগর জামায়াতের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, সাইফুল ইসলাম মিটু প্রচার সহকারী নন তিনি মহানগরী দক্ষিণ প্রচার বিভাগে কর্মরত কর্মচারী। ইতিমধ্যে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হয়েছে এবং ইটিভি কতৃপক্ষকে এ বিষয় নিয়ে দু:খ প্রকাশ করা হয়েছে।বিষয়টা মিটমাট হয়ে গেছে।
বার্তায় বলা হয়, সে যা করেছে তা অমার্জনীয় অপরাধ। সংগঠন অবহিত হওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *