তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (টিজিটিডিপিএলসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নিউজ মিডিয়া জগতের এক বিরল প্রতিভা, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়– দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড এডুকেশনের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসাকে টিজিটিডিপিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে বলা হয়।
উল্লেখ্য , মতিউর রহমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন দৈনিক বাংলার বাণীতে স্টাফ রিপোর্টার হিসেবে। পরে তিনি পূর্ব দেশ, দৈনিক দেশ বাংলায় প্রধান প্রতিবেদক হিসেবে এবং সংবাদ পত্রিকায় কাজ করেন।
১৯৮২ সালে, তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন , যেখানে তিনি ১০ বছর কূটনৈতিক সংবাদদাতা হিসাবে কাজ করেন। তিনি সৌদি আরবের হাফার আল-বাতিন থেকে ইত্তেফাকের জন্য উপসাগরীয় যুদ্ধের কভার করেন।
প্রথম বাংলাদেশী সাংবাদিক হিসাবে, তিনি ১৯৯০ ফিফা বিশ্বকাপ এবং পরবর্তী পাঁচটি টুর্নামেন্ট কভার করেন, ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি এবং জন বার্নেসের সাক্ষাৎকার নিয়েছেন।
তিনি নব্বই দশকের গোড়ার দিকে তিনি আজকের কাগজ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন কিন্তু কিছুদিন পরেই পদত্যাগ করেন। ১৯৯৪ সালে তিনি সম্পাদক হিসেবে বাংলাবাজার পত্রিকার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে, প্রধান সম্পাদক হিসাবে মানব জমিন প্রতিষ্ঠা করেন। গত ১৫ বছরে যখন প্রায় সকল সংবাদ মাধ্যমই হাসিনা সরকারের তোষামোদিতে ব্যাস্ত , তখন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীই ছিলেন ব্যাতিক্রম।