তীব্র সমালোচনার মুখে ২০২৪ সালের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে অংশ নেওয়ায় উশ্যেপ্রু মারমা নামে এক সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সঙ্গে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।
শুক্রবার রাতে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির সার্জিস এবং উম্মে ফাতেমার একটি ছবি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসন থেকে প্রার্থী হয়েছিলেন।
এতে বলা হয়, কাজেই কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।