পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী কাবেরীর

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চকবাজার থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

নাজনীন সরওয়ার কাবেরী একজন আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওসমান সরওয়ারের কন্যা। তিনি সর্বশেষ কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার বড় ভাই সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাবেরীর অবস্থান নিশ্চিত করে দেবপাহাড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাবেরী বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকের ভিতরে লুকিয়ে ছিলেন। পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে আনা হয়। দেবপাহাড়ের ওই বাড়িটি কাবেরীদের পৈতৃক নিবাস। নাজনীন সরওয়ার কাবেরী জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার নিজস্ব অয়েল ট্যাংকার রয়েছে। গত ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজারে মামলা রয়েছে এবং তাকে ইতোমধ্যে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *