প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে দ্বিধাবিভক্তি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের আনুমানিক সময়সীমা জানানো হলো।

প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরেই এই নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান জানান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতারা।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনী টাইমফ্রেমকে পজিটিভলি দেখছি। যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। যদিও আমরা চেয়েছি, সংস্কারের একটি নির্দিষ্ট রূপরেখা ঘোষণা করে তারপর নির্বাচনের সময়সীমা নির্ধারণ করতে। হয়তো প্রধান উপদেষ্টা সেরকম সংস্কারের একটি রূপরেখা তৈরি করছেন।’

‘সেই সংস্কারের রূপরেখা এরকম যে, এই সময়ের মধ্যে আমরা এই সংস্কারগুলো করব, তারপর নির্বাচন আয়োজন করব। এখন নির্বাচনের সময়সীমা যদি আগামী বছরের শেষে হয় অথবা পরের বছরের শুরুতে হয়, হতে পারে। সর্বোপরি নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত,’ বলেন তিনি।

তবে এবিষয়ে , জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। ভবিষ্যতে যারা বিচারের আগে ইলেকশনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেব। আমরা বুলেট ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালটের রেভল্যুশন যদি আসে, সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে নির্বাচন বিচারের আগে নয়। বিচার হবে তারপর ইলেকশন। আমরা বারবার বলছি, তোমাদের টাকা আছে, তোমাদের ক্ষমতা আছে, আমাদের আছে রক্ত।’

এসময় নতুন দোল গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক-দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *