ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলটি ১ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামার ঘোষণা দিয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হবে।
এরপর ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতালের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
এরপর থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বড় আকারের প্রকাশ্য কর্মসূচি দেখা যায়নি। তবে গত ১০ নভেম্বর একটি কর্মসূচি ঘোষণা করা হলেও সেদিন দলের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।