এই সপ্তাহেই ঘোষণা দেওয়া হয়, তরুণদের রাজনৈতিক দল আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি। সময় আছে মাত্র তিন সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। দলীয় গঠনতন্ত্রে কী থাকবে, কারা আসবেন নেতৃত্বে- এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। বেড়েছে মাঠের তৎপরতা।
জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, দল ঘোষণার একদম শেষ মুহূর্তে চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র। দলের শীর্ষ নেতৃত্বে কে বা কারা থাকবেন সেটিও চূড়ান্ত হবে শেষ পর্যায়ে। তবে শীর্ষ নেতৃত্বের শর্টলিস্টে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের ১১ পরিচিত মুখ।
সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির ১০ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি। কমিটির শর্টলিস্টে রয়েছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক হান্নান মাসুদ, সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমা।
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ জানান, এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টাকে নিয়ে। তাঁদের নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল ঘোষণার আগ পর্যন্ত তাঁদের নিয়ে আলাপ-আলোচনা চলবে। দল এবং অন্তর্বর্তী সরকার উভয় পক্ষের সুবিধা বিবেচনা করে যে কোনো একজন কিংবা দুজন সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে এসে যোগ দেবেন। সরকার থেকে পুরোপুরি বের হয়ে এসে দলে যোগ দিলে লাভ-ক্ষতির হিসাব কষেই সিদ্ধান্ত নিতে চাইছে এই তিন জনকে নিয়ে। তবে এই মুহূর্তে আসিফ মাহমুদের উপদেষ্টা পদে থেকে যাবার সম্ভবনাই বেশি বলে জানিয়েছে একটি সূত্র।
প্ল্যাটফরম দুটির নেতারা জানান, দলে যোগদান এবং নেতৃত্ব গ্রহণের বিষয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে তার নিশ্চয়তা না থাকায় কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
রাজনৈতিক দলের নাম কী হবে এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, বিভিন্ন পর্যায় থেকে এ পর্যন্ত শতাধিক নামের প্রস্তাবনা এসেছে। নামগুলো থেকে এরই মধ্যে কিছু নাম শর্টলিস্টে তোলা হয়েছে। আত্মপ্রকাশের দিন চূড়ান্ত নামটি ঘোষণা করা হবে।