বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় নৌ কমান্ডাররা

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মাঝে ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতের নৌবাহিনী। মঙ্গলবার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেবেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা।’

ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের ওই বৈঠক শুরু হবে। চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য এর আগে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের এক সম্মেলনে যেকোনও ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কয়েক দিন আগের তার ওই আহ্বানের পর ঘোষণা এলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বসার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *