বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের মহোৎসবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একেবারেই ‘ভুলে গিয়েছিলেন’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্তিত্ব! প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই চমৎকার মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, সম্মেলনের মাঝে ম্যাক্রোঁ অত্যন্ত ব্যস্তভাবে অন্য নেতাদের সঙ্গে করমর্দন করছিলেন। কিন্তু মোদি যখন একান্ত আন্তরিকভাবে হাত বাড়ালেন, তখন ম্যাক্রোঁ যেন হঠাৎ করে মোদিকে খুঁজেই পেলেন না! কি সাংঘাতিক কাকতালীয় ঘটনা!
ANI posted many videos from the ‘AI Action Summit,’ but did they intentionally skip this one?
— Saral Patel (@SaralPatel) February 11, 2025
French President Emmanuel Macron ignored Narendra Modi while greeting other world leaders.
Mediocre leadership continues to bring shame. pic.twitter.com/v1HpinVzAt
ফুটেজে স্পষ্ট দেখা যায়, মোদি করমর্দনের জন্য আশাবাদী হয়ে হাত বাড়ান, কিন্তু ম্যাক্রোঁ এমন ভান করলেন যেন তার সামনে বাতাস বইছে—মানুষ নয়! আশেপাশের সবাই হাত মেলালেও মোদির ভাগ্যে জুটলো এক মহাসতর্ক উপেক্ষা!
সোশ্যাল মিডিয়ায় ঝড়!
এটি নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। কেউ বলছেন, এটা কূটনৈতিক অসম্মান, তো কেউ আবার মনে করছেন, আহা! হয়তো ম্যাক্রোঁর চোখের দৃষ্টিশক্তি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল!
সরকারের ‘কঠোর’ নীরবতা
অবশ্য, এই ঘটনায় ফ্রান্স ও ভারত উভয় সরকারের প্রতিক্রিয়া একেবারেই বিস্ময়কর—একটি শব্দও উচ্চারণ করেনি কেউ! আহা, কী সূক্ষ্ম কূটনীতি!
বিশ্ব নেতাদের জমকালো মিলনমেলা!
এই সম্মেলনে ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এসেছিলেন, তার প্রথম বিদেশ সফর! তবে মোদির সঙ্গে করমর্দন না করা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, তাতে বাকি ৯৯টি দেশের উপস্থিতি নিতান্তই গৌণ বিষয় হয়ে গেছে!
মোদির জন্য এটি নিছকই ‘ছোট ঘটনা’, তাই না? আর ম্যাক্রোঁ? উনি হয়তো এখনও ভাবছেন, “মোদি? কে মোদি?”