রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ডাকাত দল প্রবেশ করেছিল বলে জানিয়েছেন ব্যাংকটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ইসমাইল হোসেন শেখ।
তিনি বলেন, আত্মসমর্পণকারী তিনজন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে এবং খেলনা পিস্তল দেখিয়ে কর্মকর্তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে।
বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে ব্যাংকটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
সব টাকা সুরক্ষিত
জিএম ইসমাইল হোসেন শেখ জানান, ব্যাংকের কোনো টাকা-পয়সা খোয়া যায়নি এবং জনগণের কোনো আমানতও ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী রোববার থেকে ব্যাংকের শাখাটি পূর্বের মতো স্বাভাবিক লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
গ্রাহক ও কর্মকর্তারা নিরাপদ
তিনি আরও বলেন, ডাকাতি চেষ্টার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক উপস্থিত ছিলেন, যারা সম্পূর্ণ নিরাপদ আছেন। এছাড়া ব্যাংকে সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী এবং দুজন ফায়ার গার্ড উপস্থিত ছিলেন। তাদের সবাই সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে এবং এক টাকাও খোয়া যায়নি। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।