অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, সায়েরের লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো সায়েরের “আস্থাভাজন” ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে।
তিনি আরো বলেন, এখনো আমি বুঝলাম না এই পুরা ঘটনায় সালমান বা যে কেউ কীভাবে মাস্টারমাইন্ড হয়? (আমি এটা আগেও বুঝি নাই) অবশ্যই এটা সত্যি যে বাংলাদেশের অনেক মানুষ লাইফ রিস্ক নিয়েছিলেন- এবং তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু লাইফ রিস্ক নেয়ার কারণে তো হাসিনার বিদায় হয় নাই।
ফাহাম আরো বলেন, আমার বিচারে এই পুরা আন্দোলনে কেউ বা কারা যদি আসলেই মাস্টারমাইন্ড হয়ে থাকে- বা অন্যভাবে বললে কারো অবদান ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফল না হতো- সেটা হলো যারা শহীদ হয়েছেন এবং মধ্যপ্রাচ্যের যারা রেমিট্যান্স শাটডাউনে একচুয়ালি টাকা পাঠানো বন্ধ করেছিলেন। এই দুইটা ঘটনা না ঘটলে এক হাজার সমন্বয়ক- ১০ হাজার ইউটিউবার- ২০ হাজার আস্থাভাজন দিয়েও কাজটা হতো না। হাসিনা ইন্ডিয়ায় পালাতো না।
কারণ এই দুইটা ঘটনা না ঘটলে লক্ষ লক্ষ মানুষ কোনোদিনও রাস্তায় বের হতো না এবং হাসিনা টিকে যেতো।