রাজধানীর উত্তরায় পুলিশের হাতে তিন শিক্ষার্থী আটককে কেন্দ্র করে উত্তরা পূর্ব থানা ঘেরাও এবং পরে উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে উত্তরা পশ্চিম থানায় এই হামলা চালায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেবকে শারীরিকভাবে আঘাত করা হয়।
সূত্র মতে, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ‘আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় গেলে জানতে পারি, তিনজনকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে পূর্ব থানার হেফাজতে রেখেছে। এরপর উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং থানার গেটে হামলা চালায়।’
অন্যদিকে, উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়টি পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে উত্তরা পূর্ব থানায় শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ পেয়ে উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।