“খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে”—সারজিস আলম

চট্টগ্রামের পটিয়া থানায় পুলিশের লাঠিচার্জে ছাত্র আন্দোলনকারীদের আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বুধবার (২ জুলাই) দুপুরে তিনি লিখেছেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১ জুলাই) রাতে ‘জুলাই দিবস’ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে এক ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে পটিয়া থানার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানা ঘেরাওয়ের পাশাপাশি তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন, যার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। বরং তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শক্তি প্রয়োগ করছে।

এই প্রসঙ্গে সারজিস আলম আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা খুনিদের বিচার না করে, তবে একটার পর একটা থানা পটিয়ায় রূপ নেবে। জনগণ ন্যায়বিচার চায়, আর সেটিই এখন রাস্তায় দাবি করে নিতে হচ্ছে।”

সামাজিক মাধ্যমে সারজিসের এই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, “সত্য বলছেন সারজিস,” কেউ আবার এটিকে রাজনৈতিক উসকানি হিসেবে দেখছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, “আমরা কোনো রাজনৈতিক দলের নয়, বরং বৈষম্যের বিরুদ্ধে লড়াইরত ছাত্রসমাজের প্রতিনিধি।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানার সামনে এবং মহাসড়কে বিক্ষোভ অব্যাহত ছিল। থানা ঘেরাও করে রাখা আন্দোলনকারীরা থানার ওসিকে বদলির দাবি জানিয়ে বলেন, “আমরা কোনো অবরোধ চাইনি, প্রশাসনই আমাদের বাধ্য করছে রাস্তায় নামতে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *