শাহবাগে আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল, ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ রিপাবলিক পার্টি

গণআন্দোলনের এক বছর পূর্তিতে এখনো বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (Bangladesh Republic Party)। দলটির নেতাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul) উপদেষ্টা পরিষদে যোগ দিয়েই ‘নৈতিকভাবে মৃত’ হয়ে গেছেন।

শনিবার (৫ জুলাই) শাহবাগে আয়োজিত এক প্রতীকী কফিন মিছিল ও সমাবেশে এমন অভিযোগ তোলে দলটি। তারা জানায়, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও কোনো দৃশ্যমান বিচার শুরু হয়নি। শাহবাগ থেকে শুরু হওয়া এই কফিন মিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে দলটির সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান বলেন,
‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও বিচার কার্যক্রম একেবারে স্থবির। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, অথচ খুনিরা এখনও সমাজে ঘুরে বেড়াচ্ছে। এটা কি বিচারহীনতার স্বর্গরাজ্য?’

তিনি আরও বলেন,
‘আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা সেই আসিফ নজরুলকে চাই যিনি এক সময় নির্ভয়ে সত্য বলতেন, প্রতিবাদ করতেন।’

দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিব বলেন,
‘এই অন্তর্বর্তীকালীন সরকার যে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে, তারা সেই রক্তের কোনো মূল্য দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না—এই নীরবতা বরদাস্তযোগ্য নয়।’

এ সময় নেতারা সরকারের বিচারহীনতা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং আইন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মানে কেবল নীতিহীনতার প্রতীক নয়, বরং আন্দোলনের চেতনাকেই ধূলিসাৎ করা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা ‘বিচার চাই’, ‘আসিফ নজরুল মুখোশ খুলুন’, ‘জুলাই শহীদদের রক্তের দাম চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সমাবেশ জুড়ে শোনা যায় ন্যায়বিচারের দাবিতে স্লোগান।

ঘটনার পর রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এই প্রতিবাদ সরকার ও উপদেষ্টা পরিষদের ওপর ক্রমবর্ধমান অসন্তোষেরই বহিঃপ্রকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *