জাতীয় নাগরিক পার্টি (Nationalist Citizen Party)—এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বর্তমানে ‘চিপায় পড়ে ভালো ব্যবহার’ করছেন। শনিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “ডিসি-এসপিরা এখন ভালো ব্যবহার করছেন, কারণ তারা চাপে আছেন। যদি হাসিনার সরকার এখনও টিকে থাকতো, তাহলে তারা প্রমোশনের আশায় গণভবনে লাইন ধরতো।”
সরকারবিরোধী বক্তব্যে উত্তপ্ত করে তোলেন রাজশাহীর জনসভা। তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, “বাংলার আকাশে আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, আর কাউকে গুম হতে দেব না। কোনো মা যেন তার সন্তানের লাশ খোঁজার অপেক্ষায় না থাকেন, কোনো ইলিয়াস যেন আর নিখোঁজ না হন, কোনো দেশপ্রেমিক সাংবাদিক যেন প্রাণ বাঁচাতে বিদেশে পালাতে না বাধ্য হন।”
তিনি সরাসরি প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতার সঙ্গে থাকলেই নিরাপদ থাকবেন, তাহলে ভুল করবেন। গত ১৬ বছরে ডিসি-এসপিদের কী অবস্থা হয়েছে, তা আপনারা দেখেছেন। আজকের এই দিন—এই দিন নয়, আরও দিন আসবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না।”
হাসনাত বলেন, “আমরা কাউকে জোর করে এনসিপিতে টানছি না। তবে আমরা বলছি—রাজনীতির নামে ক্ষমতাসীনদের সেবাদাসে পরিণত হলে তার পরিণতি ভালো হয় না। আর যদি কেউ আবারও স্বৈরাচারকে আশ্রয় দেয়, এই মাটিতে তার আর কোনো জায়গা থাকবে না।”
রাজশাহীর রাজনৈতিক পরিস্থিতির উত্তপ্ত আবহে এ ধরনের বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধী রাজনীতিকরা একে দেখছেন একটি ‘সাহসী বার্তা’ হিসেবে, অন্যদিকে প্রশাসনিক মহলে চলছে চাপা উত্তেজনা।