শেখ হাসিনা (Sheikh Hasina)-কে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)-র নেত্রী সামান্থা শারমিন। রোববার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টটি সামাজিক মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তোলে।
সামান্থা শারমিন লিখেছেন, ‘বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা একত্র করলে মহাভারতের “স্ত্রীপর্ব”-কেও তা হার মানাবে।’ তিনি এ মন্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের অধীনে গুম-খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হযরত ইমাম হোসেন (রা.) ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায় এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে।’ সামান্থা মনে করেন, গাজা থেকে বাংলাদেশ—বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে কারবালার আদর্শ এখনো মানুষের প্রেরণার উৎস।
নারী সাহসিকতার উদাহরণ টেনে তিনি লেখেন, ‘উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস ও হযরত জয়নাব (আ.)—এই নারীরা আমাদের শেখান কিভাবে শোককে শক্তিতে রূপান্তর করতে হয়।’ তিনি বলেন, এই নারীরা স্বামী, পিতা বা সন্তান হারানোর পরও মাথা নত করেননি। তাদের আত্মমর্যাদা ও দৃঢ়তা যুগে যুগে নারীর অধিকারের লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবে।
সামান্থার পোস্টের এক অংশে একটি হৃদয়বিদারক প্রশ্নও তুলে ধরা হয়: ‘আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে?’—এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই প্রশ্নটি আমাদের জাতিগত বিবেককে নাড়া দিয়ে যায়।
নারীর অধিকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর বেদনা, অকাল বৈধব্যের যন্ত্রণা—এসব থেকে মুক্তির জন্য আমাদের নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে হবে।’