রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে নির্মমভাবে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া অন্যতম প্রধান অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে তার মামার বাড়ি থেকে অভিযানে অংশ নিয়ে তাকে আটক করে র্যাব-১১ (RAB-11)।
নান্নু কাজী মূলত রাজধানীর বাসিন্দা হলেও হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যান। তার বাবার নাম আব্দুল কাদের কাজী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ‘সোহাগ হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।’
র্যাব-১১ এর মিডিয়া উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নান্নুকে আটকের পর তাকে হস্তান্তর করা হয়েছে র্যাব-১০ (RAB-10)-এর কাছে, যাদের আওতায় মূলত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (Sir Salimullah Medical College Hospital) সংলগ্ন এলাকায় সোহাগকে পিটিয়ে হত্যা করে একদল হামলাকারী। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা সোহাগকে পাথর, ইট ও সিমেন্টের ব্লক দিয়ে নির্মমভাবে আঘাত করে। এ সময় নান্নু কাজীকেও হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বাকি পলাতক আসামিদের ধরতে। মামলাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবিতে আহ্বান জানিয়েছেন।