প্রকৌশলীকে লাথি মেরে বের করার হুঁমকি, জামায়াত নেতার ভিডিও ভাইরাল

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীর সঙ্গে বিতণ্ডার পর লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) এক নেতার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের প্রকৌশলীর অফিসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী (Mahbub Alam Munshi)। ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ (Kazi Foysal Bari Purn)–এর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তাকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পর মাহবুব আলম মুন্সী দাবি করেন, বিষয়টি ছিল স্থানীয় সড়ক সংস্কারের একটি আবেদনকে কেন্দ্র করে। তার ভাষ্যমতে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর সঙ্গে তিনি এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কাছে গেলে প্রকৌশলী দায়িত্ব নিতে গড়িমসি করেন এবং বলেন এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের আওতায় পড়ে।

মাহবুব জানান, প্রকৌশলী উত্তেজিত হয়ে বলেন—“রাস্তায় পানি জমলে আপনারা গিয়ে বালতি দিয়ে পরিষ্কার করেন।” তখন তিনিও উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি ঘোলাটে হলে উভয়পক্ষের মুরুব্বিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে বসে আলোচনা করে বিষয়টির সমাধান করেন। মাহবুব বলেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং তিনি ভিডিও ডিলিট করার শর্তে আলোচনায় অংশ নেন।

তবে এ বিষয়ে প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণের বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস বলেন, “ঘটনাটি দুঃখজনক। একপক্ষ থেকে তো ঘটনা তৈরি হয় না। বিষয়টি আমরা ইউএনও অফিসে বসে সুরাহা করেছি এবং দুঃখ প্রকাশ করেছি।”

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (Md. Abdur Rahman) জানান, “রাস্তা সংস্কারের আবেদন নিয়ে তারা প্রথমে আমার কাছে এসেছিল। আমি তাদের প্রকৌশলীর কাছে পাঠাই। এরপর কী ঘটেছে আমি জানি না। পরে আমি স্থানীয় নেতৃত্বকে ডেকে এনে তাদের মাধ্যমে দুঃখ প্রকাশ করানো হয়।”

উল্লেখ্য, এ ঘটনার ভিডিও ফুটেজ এখনো সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *