আওয়ামী লীগ শেষ পর্যন্ত ‘মরিয়া’ হয়ে প্রমাণ করেছে, তারা ভারতের লোক: সালাহউদ্দিন

আওয়ামী লীগকে সরাসরি ভারতের স্বার্থ রক্ষাকারী দল হিসেবে অভিযুক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তাঁর ভাষায়, আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া হয়ে প্রমাণ করেছে, তারা ভারতের হয়ে কাজ করে—এমনকি রাজনৈতিক আশ্রয় নিতে গিয়ে সে অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিকস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস (Bangladesh Center for Strategic Analysis)।

“ভারতের করদরাজ্য বানানোর চেষ্টা”
সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ মরিয়া হয়ে প্রমাণ করল, তারা ভারতের লোক। দেশের ভেতরে তারা দীর্ঘদিন ধরে চেষ্টায় ছিল বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার। অন্তত আশ্রয় নেওয়ার জায়গাটা তারা পেয়ে গেছে—এটাই এখন তাদের সাফল্য!”

জামায়াত প্রসঙ্গে বিএনপিকে দোষারোপ অযৌক্তিক
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বিএনপির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, সালাহউদ্দিন পরিষ্কার জানান, ‘আমাদের কেউ আমন্ত্রণই জানায়নি, আমরা যাব কীভাবে? দাওয়াত ছাড়া কেউ যাবে, এমন তো না। কিন্তু সবাই দোষারোপ করতে ব্যস্ত।’

সংস্কার প্রস্তাব আগেই দিয়েছিল বিএনপি
বিএনপির সংস্কার নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ যখন সবাই সংস্কার নিয়ে কথা বলছে, তখন মনে রাখা দরকার—দুই বছর আগেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম, এই সরকার দায়িত্ব নেওয়ার আগেই। এখন সেটা নিয়েও বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।’

গণ-অভ্যুত্থানের চেতনায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
‘যারা গণ-অভ্যুত্থানের শক্তিকে অপমান করে, অপপ্রচার চালায়, তারা আসলে আমাদের গণতন্ত্রের ইতিহাসকে ম্লান করছে,’—মর্মে কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।

পিআর পদ্ধতি ও বিভাজিত রাজনীতি
বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এখনো নির্বাচনের দিন-তারিখ জানি না, কমিশনের কাছ থেকেও কোনো দিকনির্দেশনা নেই। কিন্তু চারদিকে “পিআর পিআর” বলে হইচই চলছে।’

তিনি ইঙ্গিত করেন, পিআর পদ্ধতিতে অংশ নেওয়া দলগুলো নিজের ভাগ-বাঁটোয়ারার হিসাব নিয়েই ব্যস্ত, অথচ গণতন্ত্রের ভবিষ্যৎ, সংসদের স্থিতিশীলতা—এসব তাদের আলোচনায় নেই। ‘তিন লাখ ভোট পেয়ে একটা সিট পাওয়া যাবে এই ধারণায় তারা মেতে আছে,’—বলেন তিনি।

ইভিএম ব্যবহারে অনভিজ্ঞতা নিয়েও খোঁচা
সালাহউদ্দিনের মতে, এখনো দেশের ভোটাররা ইভিএম ব্যবহারে স্বচ্ছন্দ নয়। কিন্তু তাতেও কর্ণপাত না করে রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির ভাগাভাগিতেই ব্যস্ত।

সব মিলিয়ে, তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল—আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের মাঝে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *