সালাহ উদ্দিনকে ‘গডফাদার’ বলা শিষ্টাচারবহির্ভূত: পাটওয়ারী ও এনসিপির ক্ষমা দাবি কক্সবাজার বিএনপির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ (Salah Uddin Ahmed)–কে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) ও এর নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary)-র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কক্সবাজারের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে এনসিপির প্রতি স্পষ্ট ভাষায় ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সালাহ উদ্দিন আহমদ মাটি ও মানুষের নেতা। এমন একজন নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানো নিছক রাজনৈতিক অপপ্রয়াস। তাঁরা বলেন, ‘ছোট থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ তাঁর জন্য আকুল। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য রাজনীতির জন্য অকল্যাণকর। আমরা নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির কাছে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।’

এর আগে শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানেই সালাহ উদ্দিন আহমদকে নাম না করে ‘নব্য গডফাদার’ আখ্যা দেন তিনি। তাঁর ভাষ্য, “আগে নারায়ণগঞ্জে ছিল গডফাদার শামীম ওসমান, এখন কক্সবাজারে এসেছে শিলং ফেরত এক গডফাদার। চাঁদাবাজি, জায়গা দখল, ঘের দখল করছে। সংস্কার বোঝে না—নাম বললাম না।”

এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সংবাদমাধ্যমে। তারপরই প্রতিবাদের ঝড় ওঠে। কক্সবাজার জেলা ছাত্রদল ঘুমগাছতলার শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে এবং শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে।

শুধু শহরেই নয়, চকরিয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া অংশে অবরোধও করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পূর্বনির্ধারিত চকরিয়া ও ঈদগাঁওর পথসভা বাতিল করতে বাধ্য হয় এনসিপি।

রাতে কক্সবাজার শহরের প্রধান সড়কে আবারও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সেখানে স্লোগানে উঠে আসে: ‘সালাহ উদ্দিন আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জুলাই জুলাই করিস না, জুলাই কারও বাপের না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ ইত্যাদি।

বিষয়টিতে সরাসরি প্রতিক্রিয়া জানান বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল (Lutfur Rahman Kajol)। তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, “সালাহ উদ্দিন আহমদ সম্পর্কে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে কি না, খতিয়ে দেখা উচিত।”

এনসিপি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় পর্যায়ে উত্তেজনা তুঙ্গে, এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত—এই অপমানের জবাব রাজপথেই দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *