আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Tajul Islam) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ চাইলেও কোটি টাকা খরচ করেও প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কোনোভাবেই কলঙ্কিত হবে না, এবং প্রসিকিউশন টিম দুর্নীতির সাথে যুক্ত হবে না।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
তাজুল বলেন, “যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ পাওয়ার জন্য নয়, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আত্মত্যাগ করেছেন। এই শহীদরাই আমাদের সেই আতঙ্কের বাংলাদেশ থেকে উদ্ধার করেছিলেন—যাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না।”
তিনি শহীদ পরিবারের উদ্দেশে বলেন, “আপনারা কারও কাছে সাহায্যের জন্য হাত পাতবেন না। কোনো আপোষ করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব—আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
গণহত্যার বিচার নিয়ে বক্তব্যে তিনি বলেন, “এটা বিশ্বের সবচেয়ে জটিল বিচারিক প্রক্রিয়াগুলোর একটি। কিন্তু তারপরও আমরা অগ্রগতির জায়গায় আছি। আমরা ছয় মাসের মধ্যে আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।”
চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানান, আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে, এবং এই সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হবে।
এ সময় প্রসিকিউশন টিমের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। শহীদদের যে স্বপ্ন ছিল, তা আমরা বাস্তবায়ন করব—আমাদের দ্বারাই তা সম্ভব হবে।”