সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচনের তারিখ খোলাসা করা যাবে না: আখতার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এর আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে। নিশ্চিত হতে হবে লেবেল প্লেয়িং ফিল্ড। বাহাত্তরের মূলনীতিগুলো বাদ দিতে হবে।’

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, ‘কোনও এক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। এ নিয়ে সবার মতামত নিতে হবে। এর আগে জুলাই সনদ প্রণয়ন ও ঘোষণা করতে হবে।’

তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধান একাত্তরকে প্রতিনিধিত্ব করে না। তাই সে সংবিধানের মূলনীতিগুলো বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে সব দল একমত। আমরা বলেছি পুলিশকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিগত দিনে আওয়ামী লীগ পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছিল।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *