বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন বিলুপ্তির আহ্বান জুবায়েরের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement)-এর সাবেক সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের সংগঠনটির সকল পরবর্তীকালের কমিটি ও কাঠামো বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৭ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, “স্থগিত নয়, একদম বিলুপ্ত।”

ফেসবুক স্ট্যাটাসে এবি জুবায়ের স্পষ্টভাবে জানান, ৫ আগস্টের অভ্যুত্থানের পর সংগঠনের গঠনতন্ত্র, কার্যক্রম, কমিটি যেভাবে পরিবর্তিত হয়েছে, সবকিছু বাতিল করতে হবে। তাঁর ভাষায়, “বেস্ট সল্যুশন হবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে প্লাটফর্মটাকে আর্কাইভ করে রাখা। এবং সেটা হতে হবে অবশ্যই অভ্যুত্থানের সময়ে যেই ফরম্যাটে ছিল, ঠিক সেই একই ফরম্যাটে।”

তিনি আরও বলেন, ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেল নিয়ে গঠিত যে আসল ও আদি আন্দোলনের কাঠামো ছিল, সেটিই ‘বিপ্লবের প্রতীক’ হিসেবে সংরক্ষিত থাকা উচিত। এবং এই সংরক্ষণ হতে হবে রাষ্ট্রীয়ভাবে।

এবি জুবায়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন করে কাউকে চেতনার ব্যবসা খুলে বসবার সুযোগ দেয়ার প্রয়োজন নাই। যা গেছে গেছে!” তার মতে, এই আন্দোলনের পেছনে দেশের সব স্তরের মানুষের ভালোবাসা রয়েছে— “বিএনপি (BNP), জামায়াত, চরমোনাই, হেফাজত—দল-মত নির্বিশেষে সবাই এসে জড়ো হয়েছিল এই ব্যানারের পেছনে।”

তিনি পোস্টের শেষদিকে বর্তমান প্রজন্ম ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান, “এই ভালোবাসা আর পায়ে ঠেলে দিয়েন না। সংরক্ষণের ব্যবস্থা করেন।”

এবি জুবায়েরের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দেশের বিভিন্ন প্রান্তে এই প্লাটফর্মের নামে স্থানীয়ভাবে নতুন কমিটি ও কার্যক্রম গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে। অনেকেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, কেউ কেউ আবার বলছেন—নতুন বাস্তবতায় সংগঠনটিকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানো দরকার। তবে জুবায়েরের মতামত পরিষ্কার: এই প্লাটফর্ম ইতিহাস হয়ে থাকুক, ভবিষ্যতের হাতিয়ার না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *