কৃষিতে অত্যাধুনিক ড্রোন দিতে আগ্রহী চীন, জোরালো হচ্ছে ঢাকা-বেইজিং সহযোগিতা

বাংলাদেশের কৃষিখাতে প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) ঢাকা সফরে বাংলাদেশ সরকারকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) (Lt. Gen. Md. Jahangir Alam Chowdhury, Retd.)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, কৃষি প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে আখ্যায়িত করে বলেন, “বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের পথচলা পার করেছে, ভবিষ্যতে এই বন্ধন আরও দৃঢ় হবে।”

উপদেষ্টা চলতি মৌসুমে বাংলাদেশের আম আমদানি করায় চীন সরকারকে ধন্যবাদ জানান এবং পরবর্তী মৌসুমে কাঁঠাল ও সুগন্ধি চালের আমদানির অনুরোধ জানান। এ ছাড়াও, তিনি দেশের কৃষিখাতে আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন এবং কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের কৃষিখাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, “আমরা শুধু ড্রোন প্রযুক্তিই নয়, সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য এবং আরও নানা কৃষি প্রযুক্তিতে সহযোগিতা করতে প্রস্তুত।”

বাংলাদেশের কৃষিখাতে ড্রোন প্রযুক্তির সংযোজন হলে ফসলের নজরদারি, সার ও কীটনাশক ছিটানো এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই আলোচনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কৃষিনির্ভর বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ের দ্বার খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *