যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো হলো ৩৯ জন বাংলাদেশি (Bangladeshi)। শনিবার (২ আগস্ট) সকালবেলায় একটি মার্কিন সামরিক চার্টার্ড বিমানে তারা এসে পৌঁছান ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক ঘোষণায় জানায়, এই দফায় মোট ৬১ বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে পুলিশের বিশেষ শাখা (SB) (Special Branch) সূত্রের বরাতে জানা গেছে, প্রকৃতপক্ষে এই দফায় অন্তত ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সংখ্যাটি ৬০ জন বললেও পরে সংশোধন করে জানানো হয়, ৩০ জন ফিরেছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কড়া নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় ভারত, ব্রাজিলসহ অন্যান্য দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখা হয়েছে। তাদের কাউকেই হাতকড়া পরানো হয়নি। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে আলোচনায় মানবিকতা বজায় রাখার অনুরোধ জানানো হয়, এবং যুক্তরাষ্ট্র সেই অনুরোধে সম্মতি জানায়।
এই দফায় ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রেও একই রকম মানবিক আচরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন সময়ে আরও ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১ আগস্ট) রাতেই এই চার্টার্ড ফ্লাইটটি দেশ ছাড়ে, যা মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিবাসন নীতির অংশ হিসেবেই প্রতি মাসে কিছু সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।