বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কথাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে তা মুছে ফেললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ‘এক-এগারোর পদধ্বনি’ উল্লেখ করে দেওয়া সেই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হলেও, ঠিক যেমনটি সালাহউদ্দিন আগেভাগেই বলেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সেটি গায়েব হয়ে যায়।
গত সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে।’ কিছুক্ষণ পর তিনি পোস্টটি আপডেট করে আরেকটি লাইন যোগ করেন— ‘তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
এই বক্তব্যের পরপরই রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়। এক-এগারো প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করায় অনেকেই বিষয়টিকে রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস হিসেবে দেখেন।
পোস্টটি ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরেই পোস্টটি ডিলিট করে দেবেন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করলেও তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।
অবশেষে ঠিক তাই-ই হলো। সোমবার রাতের মধ্যেই ফেসবুকে সেই পোস্ট আর দেখা যায়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)-এর আইডি থেকে পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে ওইদিন সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।
পোস্টটির মুছে ফেলা ও এর আগের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—এটা কি নিছক ব্যক্তিগত মতামত ছিল, না কি বড় কোনো ঘটনার পূর্বাভাস?