কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ: আব্দুন নূর তুষার

এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, এখন সেখানে ধু-ধু মাঠ। পাথরখেকোদের ছোবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’। দিন-রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু-পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা।

ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন, কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ?

স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *