ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতার ওপর হামলা, পরে ভুল বুঝে ক্ষমা প্রার্থনা

১৫ আগস্টের প্রাক্কালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন ছাত্র-জনতা। সেখানে আকস্মিকভাবে ঘটনার কেন্দ্রে চলে আসে এক ভিন্ন চিত্র—ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ। অভিযোগের আঙুল তোলা হয় সেখানে উপস্থিত বিএনপি (BNP) ও এর অঙ্গসংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর দিকে। পরে অবশ্য ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার কিছু পর। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহাম্মদ মামুন নামের ওই শিবির নেতা ঢাকা কলেজ (Dhaka College) শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। সেদিন তিনি ব্যক্তিগত কাজে ধানমন্ডি ৩২ নম্বর দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী তার ওপর চড়াও হন। মামুন জানান, পুলিশ ও হামলাকারীদের কাছে বারবার নিজের পরিচয় দিলেও কেউ তা শোনেননি। পরবর্তীতে ধানমন্ডি শাখা ছাত্রদলের এক নেতা হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করেন।

আজিজুর রহমান আজাদ (Azizur Rahman Azad), শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বলেন—“মামুন যখন ধানমন্ডি ৩২ নম্বর দিয়ে যাচ্ছিলেন, তখন ভুল বোঝাবুঝি থেকে তার ওপর হামলা হয়। পরিচয় জানার পর একজন আমাদের পক্ষ থেকে ‘সরি’ বলেন, ঘটনাটি সেখানেই শেষ হয়।”

রাত সাড়ে ১০টার দিকে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম (Masud Alam) সাংবাদিকদের বলেন, “আমি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছি। এরকম কিছু শুনিনি। সম্ভবত এটা ভুল বোঝাবুঝি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *