সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud) সম্প্রতি জানিয়েছেন, অনেক রাতে কাজ শেষ হলে ভোর হয়ে যায়, তখন বাসায় রান্না বা খাবার থাকে না। সে সময় মাঝে মাঝে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকার নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে, কারণ সেখানকার হাঁস নাকি বেশ সুস্বাদু। তবে ভোর বেশি হয়ে গেলে সেই বাজার বন্ধ হয়ে যায়, আর তখন তিনি চলে যান হোটেল ওয়েস্টিনে খাবারের জন্য।
এই প্রসঙ্গ নিয়েই জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল (Masud Kamal) তির্যক ভঙ্গিতে প্রশ্ন তুলেছেন—“ভাই আসিফ মাহমুদ, ওয়েস্টিনে বিলটা কে দেয়? না কি ফ্রি খান? ক্যাশ অর কাইন্ড—এই ফর্মুলায় খান? আপনাকে কে খাওয়ায়, ভাই?”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল বলেন, আসিফ মাহমুদ সরকারের একজন উপদেষ্টা। কয়েক দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি তিনি নির্বাচনে অংশ নেন, তবে শিডিউল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। মাসুদ কামালের ভাষায়, “তার মানে, এতদিন ধরে সব গুছিয়ে নেবেন, আর যেদিন শিডিউল ঘোষণা হবে, তার আগের দিন পদত্যাগ করে নির্বাচনে নামবেন। করুন ভাই, নির্বাচন করুন।”
তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনার যে ইমেজ তৈরি হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি—আপনি যদি কোনো বড় দলের সঙ্গে জোট না বেঁধে একা কোনো দলের ব্যানারে নির্বাচন করেন, ধরা যাক বিএনপির সঙ্গেও জোট বাঁধেননি, বরং এনসিপি থেকে প্রার্থী হন—তাহলে দেখতে চাই আপনার জনপ্রিয়তা কতটুকু। নীলা মার্কেটের হাঁস খাওয়া আর ওয়েস্টিনে মাঝে মাঝে যাওয়া—এই খবর মানুষ শুনে ভোট দেওয়ার আগে দু’বার ভাববে।”
মাসুদ কামাল মনে করিয়ে দেন, একজন উপদেষ্টার দায়িত্ব শুধু পদ পাওয়া নয়, সেই পদমর্যাদার সম্মানও রক্ষা করা। তিনি বলেন, “আপনার বয়স যাই হোক, বন্ধুবান্ধব যেই হোক—দেশের মানুষ আপনাকে উপদেষ্টা করেছে। এই আস্থার মর্যাদা রাখা আপনার দায়িত্ব।”