শেখ হাসিনাকে দেশে ফেরাতে ‘জয় বাংলা ব্রিগেড’-এর সশস্ত্র প্রস্তুতি

গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সহ মোট ৫৭৭ জন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত অনলাইনভিত্তিক সংগঠন ‘জয় বাংলা ব্রিগেড’-এর এই সভায় শেখ হাসিনা সরাসরি ‘যুদ্ধের প্রস্তুতি’ নেওয়ার আহ্বান জানান। তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ঘোষণা দেন।

সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ডা. রাব্বী আলম (Rabbi Alam) ব্রিগেডের কার্যক্রম ও জেলার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের বিষয় তুলে ধরেন। উপস্থিত দায়িত্বপ্রাপ্তরা মাথায় কাফনের কাপড় বেঁধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন এবং প্রয়োজনে সশস্ত্র লড়াইয়ের প্রতিশ্রুতি দেন।

এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি (CID)। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক চার্জশিট দাখিল করেন। আদালত তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ১১ সেপ্টেম্বর গ্রেপ্তারের অগ্রগতি জানাতে নির্দেশ দেন।

চার্জশিটে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযুক্ত করা হয়েছে আসামিদের। এসব ধারায় মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে, যা জামিনযোগ্য বা আপসযোগ্য নয়। মামলায় ২৮৪ জন সাক্ষী রাখা হয়েছে, যাদের সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন জানান, শেখ হাসিনা বিদেশে থেকেও নেতাকর্মীদের মাধ্যমে ড. ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছেন এবং অনলাইনে নির্দেশ দিচ্ছেন। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে চায়।

চার্জশিটে উল্লেখ করা হয়, ওই মিটিং পরিচালনা করেন ডা. রাব্বী আলম। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, “গ্রামেগঞ্জে সে (ড. মো. ইউনূস) এজেন্ট লাগিয়েছে, আওয়ামী লীগের যাকে পাওয়া যাবে হত্যা করবে। বসে থাকবেন না, উপযুক্ত জবাব দিতে হবে।”

সভায় ডা. রাব্বী আলম স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সশস্ত্র যুদ্ধ হবে। বিভিন্ন স্থানীয় নেতারা জানান, তারা রক্ত ও জীবন দেওয়ার শপথ নিয়েছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রূপক বলেন, ৬৪ জেলায় কার্যক্রম চলছে, নির্দেশ পেলেই যুদ্ধে নামবেন।

চার্জশিটে বলা হয়, শেখ হাসিনা অংশগ্রহণকারীদের বর্তমান সরকারকে উৎখাতের প্রস্তুতি নিতে বলেছেন এবং রেকর্ডে ধরা পড়ে তারা গৃহযুদ্ধের মাধ্যমে তাকে পুনরায় প্রধানমন্ত্রী করার অঙ্গীকার করেছেন। এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের অন্তর্ভুক্ত বলে তদন্তে প্রমাণিত হয়।

২০২৫ সালের ২৭ মার্চ সিআইডি সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। তদন্ত শেষে ৭৩ জনের মধ্যে ৩০ জন এবং অতিরিক্ত ২৫৬ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় ৪৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *