আ.লীগ নিষিদ্ধ, তবু দোসর জাতীয় পার্টি রাজপথে সক্রিয় — নুরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (Nurul Haque Nur) অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের পতনের পরও এর সহযোগীদের রাজপথে দেখা যাচ্ছে। তার দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এর অন্যতম মিত্র দল জাতীয় পার্টি (Jatiya Party) এখনও সক্রিয়ভাবে রাজপথে অবস্থান করছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, “১৪ দলের সৈনিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ১৬ বছর ধরে টিকিয়ে রেখেছিল, আর এর পেছনে অন্যতম ভূমিকা রেখেছে জাতীয় পার্টি।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনের আগে শুধু আওয়ামী লীগ নয়, তার দোসর জাতীয় পার্টিসহ সব মিত্র রাজনৈতিক দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। নূরের সতর্কবার্তা—এটি না হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

জুলাই আন্দোলনের পরও ফ্যাসিবাদ বিচারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করে নূর বলেন, রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগে শেষ করতে হবে। তার মতে, ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন হওয়া জরুরি।

তিনি আরও সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই পরিস্থিতি চলতে থাকলে ফ্যাসিবাদ পুনর্জন্ম নেবে, দেশের সর্বনাশ হবে, এবং নির্বাচনও সময়মতো অনুষ্ঠিত হবে না।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান (Faruk Hasan) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *