সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি (Golam Mawla Rony) সম্প্রতি তার ফেসবুক পেজে ভিপি নুরুল হক নূরকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, “মাই টিভির নিকট ৫ কোটি টাকা চাঁদা দাবির সিন্ডিকেট নিয়ে কথা বলার পরই নুরুকে টার্গেট করা হয়েছে”—এ অভিযোগটি এখন সামাজিক মাধ্যমে বিস্তর আলোচিত। নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
ভিপি নুরুকে নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বেশি দরকার সর্বোচ্চ চিকিৎসা। অথচ ক্ষোভ বিক্ষোভ নিন্দা প্রকাশেই সবাই ব্যস্ত! এখন দোয়ার পাশাপাশি দাওয়া খুবই জরুরি।
নুরুর উপর কারা এবং কেন হামলা করেছে এবং কেন তার হাড্ডি গুড্ডি ভাঙার টার্গেট করা হয়েছে তা সামাজিক মাধ্যমের কল্যাণে ওপেন সিক্রেট! বিশেষ করে মাই টিভির নিকট ৫ কোটি টাকা চাঁদা দাবির সিন্ডেকেট নিয়ে কথা বলার পর নুরুকে টার্গেট করা হয়েছে।
অন্যান্য মবের বিচার হয়নি। কিন্তু নুরুর উপর চালানো মব হজম করা যাবেনা। সরকার, সেনাবাহিনী এবং পুলিশের জন্য নুরুর বিষয়টি কতোটা স্পর্শকাতর তা আগামী ২৪ ঘন্টায় স্পষ্ট হবে। কিন্তু কর্তৃপক্ষ যদি ২৪ ঘণ্টার আগে অপরাধীদেরকে ধরতে পারে, তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব!