ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না : শফিকুল আলম

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তা যে সময়মতো ও দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম (Shafiqul Alam)। তার ভাষায়, “পৃথিবীর কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না।” এই মন্তব্যের মাধ্যমে সরকারের নির্বাচনী প্রস্তুতির দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর), বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি (Bangladesh Foreign Service Academy)-তে সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসসচিব।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিশেষভাবে সতর্ক এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে। তার ভাষায়, “আজকের উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

নির্বাচনী নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই ঘোষণায় আসন্ন নির্বাচনের বিষয়ে সরকারের প্রস্তুতি ও জনস্বার্থে দৃঢ় অঙ্গীকারেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রেসসচিব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) (DUCSU) নির্বাচন নিয়েও। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছেন, যাতে এই নির্বাচন “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে” অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচন হোক কিংবা শিক্ষাঙ্গনের ছাত্র নির্বাচন—উভয় ক্ষেত্রেই প্রশাসনের প্রস্তুতির এ ধারা দেশজুড়ে স্থিতিশীল গণতান্ত্রিক চর্চার বার্তা দিচ্ছে। সরকারের আশাবাদ ও সক্রিয় মনোভাব আগামী দিনের একটি সুশৃঙ্খল এবং উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে প্রত্যাশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *