ডাকসুতে জয়ী হওয়ায় ছাত্রশিবিরকে পাকিস্তান জামায়াতের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী পাকিস্তান (Jamaat-e-Islami Pakistan)। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দনবার্তায় বলা হয়, “বাংলাদেশের ইতিহাসে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলে বিজয় অর্জনে ইসলামী ছাত্রশিবিরকে (ইসলামি জামিয়াতে তালাবা) অভিনন্দন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সাফল্য বাংলাদেশের নির্মাণ ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা করবে এবং জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র-যুব সমাজের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে সামনে নিয়ে আসবে। পাশাপাশি বার্তায় দাবি করা হয়, এটি ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।

এ ঘটনার আগে এক্সে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান (Naeem ur Rehman) পৃথকভাবে শিবিরকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে কিছু সময় পর সেই বার্তাটি মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৩টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে বুধবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *