জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মাঝপথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)–এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করেন হল প্রভোস্ট।
ওই কক্ষটি ব্যবহার করতেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ, যারও ছাত্রত্ব নেই। আটক হওয়া হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত থেকেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু ও হল সংসদের ভোট শুরু হলে তাকে হলের অভ্যন্তরে হাঁটাহাঁটি করতে দেখা যায়। বিষয়টি জানার পর প্রভোস্ট তার কক্ষে গিয়ে তাকে আটক করেন।
অবৈধ অবস্থানের বিষয়ে প্রশ্ন করা হলে সোহান জানান, তিনি আগের রাতে ক্যাম্পাসে আসেন। শরীর খারাপ লাগায় হলে গিয়ে বিশ্রাম নেন। তবে অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি সোজাসাপ্টা বলেন, কোনো অনুমতি তিনি নেননি।
পরবর্তীতে আটক ছাত্রদল নেতাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তাই নিয়ম অনুযায়ী তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছিলাম। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”