জাকসু নির্বাচন: ফলাফল হাতে পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে

বর্জন, অনাস্থা আর প্রতিবাদের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Jahangirnagar University) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা দশ ঘণ্টা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় কার্যক্রম শেষ হয়। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া, যার ফলাফল পেতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম (Rashidul Alam) বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল হাতে পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।”

ভোট গণনার দায়িত্বে রয়েছেন প্রতিটি কেন্দ্রের রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তারা। কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ফলাফল কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে। তবে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি এড়াতে ক্যাম্পাসজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেড় হাজারেরও বেশি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯। এর মধ্যে ছাত্রদের বিভিন্ন হলে ভোটারদের বণ্টন ছিল এভাবে: আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *