জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু (JUCSU) নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ভোট বর্জন করে। এর পর রাতের বেলা অছাত্রদের সঙ্গে নিয়ে জাকসু বাতিলের দাবিতে মিছিল বের করে তারা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশ কার্যত অমান্য করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে বহিরাগত অছাত্রদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অথচ আগের দিন নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল—নির্বাচনের সময় যদি কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে তবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কমিশনের সেই ঘোষণার কোনো প্রয়োগ দেখা যায়নি।
মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী জহির উদ্দীন বাবর, ৪০ ব্যাচের ওয়াসিম আহমেদ অনিক এবং একই ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে কলেজ শিক্ষক আফফান আলী। তাদের ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় আট বছর আগে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, “ক্যাম্পাসে অনেক অনিয়ম হয়েছে। আমি দলের আহ্বায়ক হিসেবে এসেছি। এখানে কোনো অন্যায় নেই।”
অন্যদিকে, পরিস্থিতি নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম (Rashidul Alam)-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।