ভারতের মাটিতে শেখ হাসিনা (Sheikh Hasina) ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (Mohammad Saiful Alam)-এর এক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar)।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাবর। তিনি সাক্ষাৎ করেন সরকারের অন্তর্বর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (Lt. Gen. (Retd.) Jahangir Alam Chowdhury)-র সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
বাবর বলেন, “বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে, তাই আলোচনা করতে এসেছি।”
সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “খুব শিগগিরই দেশে ফিরবেন ইনশাআল্লাহ।”
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বাবর জানান, “আমাদের উদ্বেগের একটি বড় কারণ হলো ভারতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বৈঠক। সেখানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা বিশ্বাস করি। একইসঙ্গে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে, যা পরিস্থিতিকে অস্থির করে তুলতে পারে।”
তবে তিনি সরকারের আন্তরিকতা স্বীকার করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছে সরকার।”
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট তাকে খালাস দেয় এবং চলতি বছরের শুরুতে সব মামলায় মুক্তি পান।
রোববার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে বিএনপির অন্য কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।