সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইসলামী বক্তা আমির হামজা (Amir Hamza)-র সাম্প্রতিক বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছিলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Jahangirnagar University)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে নাকি শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলি করত। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।
এই বক্তব্যকে সরাসরি অসত্য ও মনগড়া উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হামজার এমন মন্তব্যে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় এবং সেই শিক্ষাবর্ষেই প্রথমবার শিক্ষার্থী ভর্তি করা হয়। তাই বক্তার দাবি—তিনি এই বিভাগে ভর্তি হয়েছিলেন—সম্পূর্ণ অসত্য।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে মদ দিয়ে কুলি করার মতো ঘটনার কোনো প্রমাণ নেই। শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগও বাস্তবতাবহির্ভূত এবং অপলাপ ছাড়া আর কিছু নয়। বরং বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশংসনীয় সম্পর্ক বিরাজ করছে।
প্রশাসন মনে করছে, জাতীয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন মনগড়া ও উদ্দেশ্যমূলক মন্তব্য কেবল অগ্রহণযোগ্য নয়, বরং দুঃখজনকও বটে। বিজ্ঞপ্তিতে আমির হামজাকে ভবিষ্যতে সতর্ক থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।