চরমোনাই পীরকে ‘ভণ্ড’, জামায়াতকে ‘জাতীয় বেঈমান’ আখ্যা দিলেন বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

চরমোনাই পীর ও জামায়াতে ইসলামিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চরমোনাই পীর “ভণ্ড” এবং জামায়াতে ইসলামি “জাতীয় বেঈমান” হিসেবে চিহ্নিত।

এ্যানি অভিযোগ করে বলেন, “১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। পাখা মার্কার এমন কোনো দালালি ছিল না, যারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেনি।”

তিনি আরও দাবি করেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং পাখা মার্কা সহযোগিতা করেছে। “এসব শক্তিই দেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছে,” বলেন তিনি।

জামায়াতের প্রসঙ্গে এ্যানি বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও তারা বিভ্রান্তিকর ভূমিকা রেখেছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে শুধু বিএনপির সঙ্গেই নয়, পুরো জাতির সঙ্গে অসহযোগিতা করেছে। “হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তারা আত্মস্বীকৃত বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে,” যোগ করেন তিনি।

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে এ্যানি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন সম্ভব। তার ব্যাখ্যায়, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হলে নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধি এবং উচ্চকক্ষে রাজনৈতিক দলের শ্রেণিভিত্তিক নেতৃবৃন্দ থাকবেন। এতে সমঝোতার মধ্য দিয়েই জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন সম্ভব হবে।

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *