নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা (Salima Hossain Shanta) সহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতের ঘটনাটি কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, মহিলা লীগের সভানেত্রীর নিজ বাড়িতে গোপনে আওয়ামী লীগের একটি বৈঠক চলছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ হঠাৎ সেখানে অভিযান চালায় এবং বৈঠকে অংশ নেওয়া তিন নেতাকে আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—বন্দরের ফরাজীকান্দ এলাকার শাহাদৎ হোসেন মিয়ার স্ত্রী সালিমা হোসেন শান্তা, বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের রেলি আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন এবং যুবলীগ নেতা পায়েল।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী (Liaqat Ali) গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় শান্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শনিবার রাতে তাকে অন্য দুই নেতাসহ আটক করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও এ ধরনের বৈঠক নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।