সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (Nurul Majid Mahmud Humayun) আর নেই। সোমবার সকালে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
হুমায়ুনকে গতকাল রবিবার অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে সংঘটিত হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। সেখান থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
রাজনীতিতে দীর্ঘ পথচলার অধিকারী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথমবার সংসদে প্রবেশ করেন ১৯৮৬ সালে। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০১৯ সালে তিনি প্রথমবার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০২৪ সালে দ্বিতীয়বার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর শেষ সময়ে কারাবন্দি অবস্থায় মৃত্যুতে তাঁর রাজনৈতিক যাত্রা করুণ পরিণতিতে থেমে গেল।