আসিফ মাহমুদ লোভী, মাহফুজ আলম হিপোক্রেট নন : মাসুদ কামালের খোলামেলা মন্তব্য

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ঘিরে ভিন্ন ভিন্ন চরিত্রের মূল্যায়ন করলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল (Masud Kamal)। তার মতে, উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud) একজন ক্ষমতালোভী চরিত্রের মানুষ, আর মাহফুজ আলম (Mahfuz Alam) হিপোক্রেট নন—তিনি যা বলেন, বিশ্বাস থেকে বলেন।

সম্প্রতি সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘কথার পিঠে কথা’-য় উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এমন বক্তব্য দেন মাসুদ কামাল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে আলোচনার সূত্রপাত হয় মাহফুজ আলমের সাম্প্রতিক এক মন্তব্য থেকে। তিনি প্রকাশ্যে বলেছিলেন, “গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।” এই বক্তব্যকে সামনে রেখে মোস্তফা ফিরোজ প্রশ্ন তোলেন—কেন মাহফুজ আলম এমন অনিশ্চয়তায় আছেন, অথচ আসিফ মাহমুদের ক্ষেত্রে তা দেখা যায় না?

প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, “আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। আসিফ আমাদের ট্র্যাডিশনাল রাজনীতিবিদদের মতোই—তার ভেতরে ক্ষমতার দাপট, সম্পদের প্রতি লোভ আছে। অন্যদিকে মাহফুজ আলম হিপোক্রেট নন। তিনি যা বলেন তা বিশ্বাস থেকে বলেন, যদিও সবকিছু করতে সক্ষম নন।”

এখানেই থেমে থাকেননি মাসুদ কামাল। আলোচনায় উঠে আসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সাম্প্রতিক সাক্ষাৎকারও। যেখানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা ও নির্বাচন প্রসঙ্গে নানা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে মোস্তফা ফিরোজ জানতে চান—আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না।

এ প্রশ্নের উত্তরে মাসুদ কামাল স্পষ্ট ভাষায় বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এই সরকারের অভ্যন্তরে যে একটি স্পষ্ট মনোভাব রয়েছে, তা হলো—আসন্ন নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকুক, সেটি কেউই চায় না।”

প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েও খোলাখুলি মন্তব্য করেন তিনি। মাসুদ কামালের ভাষায়, “প্রধান উপদেষ্টা কথার মারপ্যাঁচে কিছু বলেছেন। তবে তিনি একবারও বলেননি যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে। বরং উল্টো তিনি পরিষ্কার করেছেন—ব্যালটে নৌকা থাকবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *