আসিফ নজরুলের বাসা থেকে ছাগল চুরি করে খেয়ে ফেলা নিয়ে যা বললেন নাসিরুদ্দিন

সম্প্রতি ‘বাংলা আউটলুক’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “মন্ত্রিপাড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘গোপন মিশন’, ছাগল অপারেশন” শীর্ষক সংবাদে বলা হয়েছিল, গত বছরের ডিসেম্বর মাসের এক রাতে রাজধানীর মন্ত্রিপাড়ায় ঘটেছিল এক ছাগল চুরির ঘটনা। চুরি করা হয়েছিল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের দুটি ছাগল। আর চুরি করেছিলেন চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। এ সংবাদ প্রকাশের পর কেউ কেউ গুরুত্বসহকারে নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে চলে হাস্যরসও।

গতকাল বৃহস্পতিবার রাতে (২ অক্টোবর) সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক-শো এক প্রশ্নের জবাবে সত্যিই কি তারা (এনসিপির নেতারা) আসিফ নজরুলের ছাগল খেয়ে ফেলেছে, এই ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে আমি ভালো করে বলতে পারবো না। কারণ হিসেবে তিনি দাবি করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।

ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাগলকাণ্ড নিয়ে আমিও একটি গল্প শুনেছি। কেউ বলে যে, ছাগলটা নাকি ডিজিএফআইয়ের (গোয়েন্দা সংস্থা) গিফট ছিল। কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে, তারা টোটালি এ স্টোরিটাকে স্পয়েল (বিকৃত) করে দিয়েছে, সেটাতে আমার নামটা নিয়ে এসে। এটাতে (সংবাদ) আমি কোনো কমেন্টও করিনি।

তখন সঞ্চালক খালেদ মহিউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ বলেছেন, হ্যাঁ এরকম একটি ঘটেছে ঘটেছে। জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি কমেন্ট করতে পারে। মেবি সে এই ঘটনায় জড়িত। কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন করা হয়েছিল। তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে কোনো কমেন্টও করিনি। এই পুরো স্টোরিটা পড়ে আমরা অনেক হাসি পেয়েছে। এটা পুরোটা সত্যও না।

‘‘তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্নাবান্না করে। এটা সত্য। এটা আমি শুনেছি।’’

তখন আবার সঞ্চালক খালেদ মহিউদ্দিন জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা সিরিয়াসলি প্রফেসর আসিফ নজরুলের ছাগল আইনা রান্নাবান্না করে খাইয়া ফেছেন। এটা কি উনারে একটা শিক্ষা দিতে?’’

জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটা অনেকে মনে করে যে, আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে। আবার এটা অনেকে মনে করে যে, ঠিক আছে ওই যে, ‘‘থাকলে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন। আবার কিনে দিলেন’’।

‘‘পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে (আসিফ নজরুল) হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন। যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল। ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই। এজন্য উনি এক্সেপ্ট করেন নাই। এটা আসলে আমি ভালো করে বলতে পারবো না।’’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তবে আমি সবকিছু বলতে পারবো না। কারণ আমিতো উপদেষ্টা না আর মন্ত্রিপাড়ায়ও থাকিনা। এটা আসলে উনার পাড়া-প্রতিবেশি যারা উপদেষ্টা আছেন তারা ভালো বলতে পারেন। অথবা আসিফ নজরুল স্যারকেও বিষয়টি নিয়ে আপনা জিজ্ঞাসা করতে পারেন।

শেষের দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই স্টোরিতে  আসিফ নজরুল স্যারের কমেন্ট নিতে পারতো। তখন স্টোরিটার ক্রেডিবিলিটি হতো। উনাকে (আসিফ নজরুল) নিয়ে স্টোরিটা। আর উনি যদি কোনো কমেন্ট দিতো তখন হয়তো আমিও কমেন্ট দিতাম। তাই এখন এটা নিয়ে কোনো কমেন্ট করবো না।‘

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *