“ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না”—আন্দালিব রহমান পার্থ

দেশে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে—এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partho)। তবে তিনি সতর্ক করে বলেছেন, শুধুমাত্র ভোটের জন্য যেন কেউ আল্লাহকে নারাজ না করে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি এ আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, “ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে—এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”

তার পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। মনিরুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, “অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।”

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সম্প্রতি দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বক্তব্যকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রতিক্রিয়া হিসেবেই এমন মন্তব্য করেছেন আন্দালিব রহমান পার্থ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *