‘ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো’—সেফ এক্সিট ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে চলমান আলোচনা ও সমালোচনার মাঝে এবার মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (Jahangir Alam Chowdhury)। আজ রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা বিদেশে গিয়ে কি করবো?”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—এ বিষয়ে কে কী ভাবছেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়।” এরপর উপস্থিত সাংবাদিকদের দিকে ইঙ্গিত করে মৃদু রসিকতার সুরে বলেন, “আপনারাও তো অনেক প্রশ্ন করতে পারেন। এই বোন দেখবেন একটা প্রশ্ন করবেন, ওই বোন আর একটা করবেন, এই ভাই আর একটা প্রশ্ন করবেন।”

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (Nahid Islam) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে।”

নাহিদের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ের পরিপ্রেক্ষিতে অন্যান্য উপদেষ্টারাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। গত ৯ অক্টোবর ফেসবুকে এক পোস্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা (Fawzul Kabir Khan) লেখেন, “বাহাত্তরোর্ধ্ব বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা তার জন্য গভীর দুঃখের বিষয় হবে।”

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ‘সেফ এক্সিট’ বিতর্ক আরও জোরালো হচ্ছে, যেখানে উপদেষ্টাদের অবস্থান, মতামত এবং ব্যক্তিগত জীবনচিত্রও আলোচনার কেন্দ্রে উঠে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *